মিউনিখ, ১৩ এপ্রিলঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে ম্যাচের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বায়ার্নের হয়ে গোল করেন এদিন শুরুটা খারাপ করেনি বায়ার্ন। এলিয়াঞ্জ এরিনায় ২৫ মিনিটের মাথায় এরিক আবিদালের গোলে এগিয়ে যায় জার্মান ক্লাব। বিরতির আগে পেনাল্টিও পায় তারা। কিন্তু ভিদালের শট গোলপোস্টের উপর দিয়ে উড়ে যায়। ৪৭ মিনিটে রিয়ালের হয়ে সমতা ফেরান রোনাল্ডো। বেয়ার্নের সমস্যা আরও বাড়ে ৬১ মিনিটে জাভি মার্টিনেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ায়। ৭৭ মিনিটে অ্যাসেনসিওর পাস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন রোনাল্ডো। অপরদিকে, আরেক স্প্যানিশ দল অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের নিজেদের মাঠে ১-০ গোলে হারাল ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটিকে। প্রচুর সুযোগ পাওয়া সত্ত্বেও সেগুলিকে গোলে পরিবর্তিত করতে পারেননি অ্যাটলেটিকোর ফুটবলাররা। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন আন্তেনিও গ্রিজম্যান।
from Uttarbanga Sambad http://ift.tt/2pwhpSb
April 13, 2017 at 12:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন