ওয়াশিংটন, ১৩ এপ্রিলঃ ফের পরমাণু বোমা বিস্ফোরণ ঘটাতে পারে উত্তর কোরিয়া। একটি সংস্থার রিপোর্ট অনুযায়ী, উপগ্রহ চিত্রে পাংগে-রি নিউক্লিয়ার টেস্ট সেন্টারে এই পরীক্ষা ঘিরে বেশ কিছু কার্যকলাপ লক্ষ্য করা গিয়েছে। ওই সংস্থাই জানিয়েছে, পরমাণু পরীক্ষার জন্য পাংগে-রি একেবারে প্রস্তুত। আর এই রিপোর্ট ঘিরে কপালে ভাঁজ পড়েছে হোয়াইট হাউসের। সাম্প্রতিক কালে, বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পিয়ং ইয়ং। ফলে, উত্তর কোরিয়া পরমাণু বোমা পরিবহণে সক্ষম অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অনুমান ওয়াকিবহাল মহলের। বিশেষজ্ঞদের মতে, শনিবার কিম-সংয়ের ১০৫তম জন্মদিবস উপলক্ষে পরমাণু বোমা বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে।
from Uttarbanga Sambad http://ift.tt/2o9tMlT
April 13, 2017 at 01:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন