স্টকহোমে ‘সন্ত্রাসী হামলায়’ নিহত ৩

tgdসুইডেনের স্টকহোমে একটি দোকানের মধ্যে একটি ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। পুলিশের ধারণা, এটা সন্ত্রাসবাদী হামলা। সুইডিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।

সুইডেনের স্থানীয় সময় বিকেল তিনটার দিকে শহরের অন্যতম ব্যস্ত সড়ক কুইন স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটেছে।

সুইডিশ পুলিশ জানিয়েছে, এ সময় গুলির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ কারণে এটিকে সন্ত্রাসী হামলা বলেই মনে করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে বলেন, তাঁরা দেখেন যে হঠাৎ একটি ট্রাক একটি ডিপার্টমেন্ট স্টোরের ভেতরে ঢুকে যাচ্ছে। আর মাটিতে মানুষজন ছোটাছুটি করছিল। ওই ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত লেইফ আর্নমার নামের একজন প্রত্যক্ষদর্শী সুইডেনের জাতীয় সম্প্রচারমাধ্যম এসভিটিকে বলেন, ‘বিষয়টি পুরোপুরি বিভ্রান্তিকর। আমি জানি না, ঠিক কতজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় অনেকেই হতবাক হয় পড়েছেন।’



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2nTpu2G

April 07, 2017 at 09:35PM
07 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top