ধূমপানে মৃত্যুঃ বিশ্বে প্রথম চারে ভারত

নয়াদিল্লি, ৭ এপ্রিলঃ বিশ্বে প্রতি দশ জনের মধ্যে এক জনের মৃত্যু হয় ধূমপানের জেরে। পরিসংখ্যান বলছে, ফি বছর গড়ে ৬৬ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী ধূমপান। আর সেই ৬৬ লক্ষের মধ্যে ৫০ শতাংশই বাস করেন পৃথিবীর চারটি দেশে। চিন, ভারত, আমেরিকা ও রাশিয়া- এই চারটি দেশই ধূমপানে মৃত্যুর মাপকাঠিতে সবচেয়ে এগিয়ে। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজি-এর সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য ধরা পড়েছে। ২০১৫ সালের সমীক্ষা অনুযায়ী, বিশ্বের প্রায় ৬৩.৬ শতাংশ ধূমপায়ীই ভারতীয়।

১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বের ১৯৫টি দেশে সমীক্ষা করে দেখা গিয়েছে, অধিকাংশ মৃত্যুর নেপথ্যে রয়েছে ধূমপানের মতো বদভ্যাস। যদিও সেই দেশগুলিতে তামাকজাত দ্রব্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবুও বজ্র আটুঁনি ফসকা গেরোর মতোই ধূমপানের মাত্রা কমেনি। তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে লাগাতার অভিযান চললেও গবেষকদের মতে, এই মহামারি মোকাবিলা করার জন্য অবিলম্বে কড়া পদক্ষেপ করা উচিত দেশের নীতিনির্ধারকদের।

ভারতের ক্ষেত্রে পরিসংখ্যান আরও ভয়াবহ। সরকারি হিসেবে, দেশে দৈনিক ৫,৫০০ যুব তামাকজাত দ্রব্যের ব্যবহার শুরু করেন। ভারতের ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক তামাকজাত দ্রব্য ব্যবহার করেন এবং প্রায় ২৫ শতাংশেরও বেশি মহিলা ১৫ বছরের আগেই তামাকজাত দ্রব্য ব্যবহার শুরু করেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2nmnQe0

April 07, 2017 at 11:18PM
07 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top