পরিবেশ রক্ষায় আন্দোলন পরিবেশপ্রেমীদের

মাথাভাঙা, ২৭ এপ্রিলঃ গোরুমারা, ভবাদিঘি, তিস্তা, তোর্ষা ও জলঢাকা বাঁচানোর দাবিতে ও সরকারের পরিবেশ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার মাথাভাঙা শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করল পরিবেশপ্রেমী সংগঠন গ্লোবাল এনভাইরনমেন্ট কনসারভেটিভ অর্গানাইজেশন। বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাথাভাঙা শহরের পচাগড় তেপথি থেকে এর প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস বর্মন।

পথসভায় বক্তারা গোরুমারায় অবৈধভাবে শতাধিক গাছের নিধনযজ্ঞে যুক্ত সরকারি হোতাদের শাস্তির দাবিতে সোচ্চার হন। সিকিমে একতরফাভাবে তিস্তার জল আটকে রেখে উত্তরবঙ্গ ও বাংলাদেশে প্রবাহিত তিস্তার স্বভাবিক জলপ্রবাহ ব্যহত করার বিরোধীতা করেন তারা। পরিবেশ ও জলের অধিকার ব্যহত করার চেষ্টার বিরুদ্ধেও সোচ্চার হন আন্দোলনকারীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এর বিরুদ্ধে জনমত ও আন্দেলন গড়ে তোলা হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2pbyPpP

April 28, 2017 at 07:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top