ধূপগুড়ি, ২৮ এপ্রিলঃ শ্রেণীকক্ষের ভেতর সাপের আতঙ্ক ঘিরে শিকেয় উঠল পঠনপাঠন। শুক্রবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝাড় শালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, এদিন সকালে স্কুল খোলার পর চতুর্থ শ্রেণীর ভেতরে একটি সাপ দেখতে পায় পড়ুয়ারা। আতঙ্ক ছড়ায় গোটা স্কুল সহ পার্শ্ববর্তী এলাকায়। সাপটি দেখতে ভিড় করেন গ্রামবাসীরা।
খবর দেওয়া হয় বনবিভাগকে। এরপর বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে। জলপাইগুড়ি বনবিভাগের এক কর্তা জানান, উদ্ধার হওয়া সাপটি কপারহেডেড ট্রিনকেট প্রজাতির। সর্প বিশেষজ্ঞরা বলেন, সাপটি স্থানীয়ভাবে পঙ্খীরাজ নামে পরিচিত। এর আগেও ডুয়ার্সের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এই প্রজাতির সাপ। ধীরে ধীরে এই প্রজাতির সাপ অবলুপ্তির দিকে।
from Uttarbanga Sambad http://ift.tt/2pp9qHy
April 28, 2017 at 07:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন