দাউদকান্দিতে ৭ ডাকাত গ্রেফতার

দাউদকান্দি প্রতিনিধি ● দাউদকান্দি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত গভীর রাতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এস.আই মাহাবুবুর রহমান পিপিএম, এস.আই আক্কস আলী, এস.আই ইয়ামিন সুমন, এস.আই নজরুল ইসলাম, এস.আই শওকত, এস.আই জাহাঙ্গীর, এ.এস. আই বদিউল আলম, এ.এস.আই আফজাল হোসেন, এ.এস.আই সোহেল রানা সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য দাউদকান্দির পেন্নাই-মতলব সড়কে নোয়াগাঁও এলাকায় পাকা সড়কের পূর্ব পাশে ভূট্টা ক্ষেতে চারদিক হইতে সমবেত ডাকাত দলকে ঘেরাও করে ০৫ টি রামদা, ০১ টি চাপাতি, ০১ টি ছুরি, ০২টি লোহার রড সহ ৭ জন ডাকাতকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ১৷ আবুল কালাম (৩০), পিতা মৃত মোস্তাক মিয়া, সাং তিনচিটা ২৷ আবু ছালাম (২৫) , পিতা মহসিন, সাং- নোয়াগাঁও ৩৷ নেক ছালাম (৪৫), পিতা সৈয়দ আলী বেপারী, সাং- তিনচিটা ৪৷ সালাউদ্দিন (৩৫), পিতা মৃত রাজ্জাক মিয়া, ৫৷ তোফাজ্জল (৩৫), পিতা মৃত আফছার, সাং-তিনচিটা ৬৷ অাব্দুল কাদির (৪২), পিতা আব্দুল লতিফ, সাং- মানিককান্দি ৭৷ আল-আমিন সরকার(৩৬), পিতা সিরাজ সরকার সাং- বারিকান্দি। আটককৃতদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পেন্নাই-মতলব সড়কে এ ডাকাতদলটি দীর্ঘ দিন যাবত ডাকাতি করে অাসছিল। পুলিশ আ-প্রাণ চেষ্ঠা চালিয়ে অবশেষে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।



from ComillarBarta.com http://ift.tt/2q9GmDU

April 27, 2017 at 05:53PM
27 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top