ঢাকা, ২৭ এপ্রিল- আগামী ১ জুন বাংলাদেশ- ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। ক্রিকেট বিশ্বকাপের পর এটি সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট। স্বাগতিক ইংল্যান্ডসহ র্যাংকিংয়ে এগিয়ে থাকা আটটি টিম শিরোপা লড়াইয়ে নামবে। ফাইনালের চূড়ান্ত স্বাদ নিতে দর্শকদের অপেক্ষা করতে হবে ১৮ জুন পর্যন্ত। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার। লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচটি। গ্রুপ পর্ব শেষে সেরা চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে অংশগ্রহনকারী দেশ গুলো তাদের দল ঘোষণা করলেও করেনি ভারত। মূলত, নতুন অর্থনৈতিক মডেল নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ হর্তাকর্তার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মতবিরোধের সুরাহা হয়নি। এর জের ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেনি তারা। যদিও দল ঘোষণার ডেডলাইন ছিল ২৫ এপ্রিল। তবে আইসিসির বোর্ড সভা শেষে আজ স্কোয়াড প্রকাশ করতে পারে বিসিসিআই। এক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে বিলম্ব করার বিষয়ে আইসিসির অনুমতি রয়েছে। ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষিত সাতটি দলের স্কোয়াড তুলে ধরা হলো: বাংলাদেশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, রুবেল হোসেন ও শফিউল ইসলাম। পাকিস্তান: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আকমল, ইমাদ ওয়াসিম, ফখর জামান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হাসান আলী ও শাদাব খান। শ্রীলঙ্কা: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, নিরোশান ডিকওয়েলা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চামারা কাপুগেদারা, আসিলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, লক্ষণ সান্দাকান ও সিকুজে প্রসন্ন। দক্ষিণ আফ্রিকা: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, আন্দিল ফেলুকভায়ো, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কেশব মহারাজ, ডোয়াইন প্রিটোরিয়াস, ফারহান বেহারদিয়েন ও মরনে মরকেল। ইংল্যান্ড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড। অস্ট্রেলিয়া: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, ময়েজেস হেনরিকস, ক্রিসলিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা। নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, নেইল ব্রম, রস টেইলর, টম লাথাম, কোরি অ্যান্ডারসন, লুক রনকি, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জিতান প্যাটেল, মিচেল স্যান্টনার, মিচেল ম্যাকক্লেনাগান, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনি ও টিম সাউদি। আর/১৭:১৪/২৭এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2plbC36
April 28, 2017 at 12:04AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.