কুমিল্লার ‘জঙ্গি আস্তানায়’ শক্তিশালী দুটি বোমা নিষ্ক্রিয়

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা কোটবাড়ীর গন্ধমতি এলাকায় জঙ্গি আস্তানায় পাওয়া বোমা নিষ্ক্রিয়ের কাজ চলছে। ইতোমধ্যেই পাঁচ কেজি ওজনের শক্তিশালী দুটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানায় পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, শনিবার সকাল ৯টার দিকে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। আস্তানার আশপাশের এলাকায় এখনো ১৪৪ ধারা বলবৎ রয়েছে। আস্তানা থেকে আধা কিলোমিটার দূর পর্যন্ত সবার যাতায়াত বন্ধ রয়েছে।

উল্লেখ্য, বুধবার আস্তানাটি শনাক্ত হওয়ার পর বিকেল ৪টায় জঙ্গি দুজনের বসবাসরত সম্ভাব্য কক্ষে পুলিশ তালা ঝুলিয়ে দেয়। ওই দিন সন্ধ্যা পৌনে ৭ টায় বাড়ির মালিকের ছোট ভাই সাদ্দাম হোসেনকে (৩০) সন্দেহজনকভাবে আটক করা হয়।

শনিবার বেলা সোয়া ১১ টায় ‘অপারেশন স্ট্রাইক আউট’ শুরু হয়। অভিযান শুরুর আগে ওই আস্তানার আশেপাশের প্রায় ২ বর্গ কি.মি. এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এ অভিযানে সোয়াত টিমের দায়িত্ব পালন করেন এডিসি সাইম ও এডিসি আনোয়ার। অভিযানের শুরুতে প্রথমে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে আমরা ভবনের তৃতীয় তলা ও পরে দ্বিতীয় তলায় অনুসন্ধান চালানো হয়। অভিযানকালে ওই আস্তানা লক্ষ্য করে শতাধিক রাউন্ড টিয়ার শেল ও বুলেট ছুড়েছে কাউন্টার টেররিজম, সোয়াট ও র‌্যাব-পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। ঐ জঙ্গি আস্তানাটিতে কোন জঙ্গি পাওয়া যায়নি।



from Comillar Barta™ http://ift.tt/2ntsMcO

April 01, 2017 at 03:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top