বুড়িচংয়ে মটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

সৌরভ মাহমুদ হারুন ● সোমবার বুড়িচং উপজেলার কংশনগর বাজার-আবিদপুর-নিমসার সড়কের আবিদপুর এলাকায় মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকিব (১২) নামের স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা মটর সাইকেলের ২ আরোহি গুরুতর অহত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায় সোমবার দুুপুর আড়াই টায় কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের কংশনগর বাজার-আবিদপুর-নিমসার সড়কের আবিদপুর এলাকায় নিমসারগামী একটি দ্রুতগতির মটরসাইকেলে ৩ জন আরোহি নিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা তালগাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কংশনগর বাজারের গোমতি হাসপাতালে ভর্তি করলে  কর্তব্যরত ডাক্তার মটরসাইকেল চালক সাকিব (১২) কে মৃত ঘোষনা করে।

তিনি বুড়িচং উপজেলা সদরে অবস্থিত বুড়িচং মডেল একাডেমীর ৬ষ্ঠ শ্রেনির ছাত্র এবং স্থানীয় জগতপুর গ্রামের মাংস বিক্রেতা জালাল উদ্দিনের ছেলে । আহত ২ জনের মধ্যে একজন হলো একই গ্রামের শামীম আহম্মেদ পুলিশের ছেলে অপু (১৪) অপর জনের পরিচয় রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায় নি।



from ComillarBarta.com http://ift.tt/2nVzaJj

April 10, 2017 at 11:50PM
11 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top