কুমিল্লা সদর দক্ষিণে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সদর দক্ষিণে এক যুবককে হত্যা করে মৃতদেহটি জঙ্গলে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার গলিয়ারা ইউনিয়নের জোলাই থেকে আজাদ হোসেন নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, সোমবার সকাল ৯টায় জোলাই গ্রামের মানুষ জঙ্গলে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বেলা ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই আজম খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের কমলপুর গ্রামের মোহন মিয়ার পুত্র আজাদ হোসেনের (২২) মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই নিজাম উদ্দিন বাদী হয়ে বিকেলে অজ্ঞাত পরিচয় ১২/১৪ জনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পলিশ।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার (ওসি) তদন্ত সজল কুমার কানু জানায়, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।



from ComillarBarta.com http://ift.tt/2oYAwrp

April 10, 2017 at 11:51PM
11 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top