লাইভ অনুষ্ঠানে তিলাওয়াতের সময় ইন্দোনেশিয়ার বিখ্যাত ক্বারীর ইন্তেকাল

52ইন্দোনেশিয়ার বিখ্যাত ক্বারী এবং কুরআনের শিক্ষক শেইখ জাফার আব্দুর রহমান কুরআন তিলাওয়াতরত অবস্থায় ইন্তেকাল করেছেন। সূরা মুলক তিলাওয়াত করতে করতে তিনি মারা যান। ইন্দোনেশিয়ার সমাজকল্যাণ মন্ত্রী খুফিফা ইন্দার পারাওয়ানসার উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি তিলাওয়াত করছিলেন। অনুষ্ঠানটি সে সময় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

মৃত্যুর আগ মুহূর্তে শেইখ জাফর আব্দুর রহমান পবিত্র কুরআনের মুলক সূরার দ্বিতীয় আয়াতটি পড়ছিলেন যেখানে মৃত্যুর প্রতি ইঙ্গিত করা হয়েছে। ওই আয়াতে বলা হয়েছে, “যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন যে, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম? তিনি পরাক্রমশালী, অতীব ক্ষমাশীল।”
আয়াতটি তিলাওয়াত করার সময়ই ওই ক্বারীর কণ্ঠস্বর ধীরে ধীরে দুর্বল হয়ে আসে এবং তিনি স্টেজেই অজ্ঞান হয়ে পড়েন। এর কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়। গত ২৪ এপ্রিল সোমবার এ ঘটনা ঘটেছে।
সূত্র : ওয়েবসাইট



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ql6o6A

April 28, 2017 at 07:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top