এইচ-১ বি ভিসার ক্ষেত্রে নয়া পদক্ষেপ ইউএসসিআইএসের

ওয়াশিংটন, ৪ এপ্রিলঃ এবার এইচ-১ বি ভিসার ক্ষেত্রে নয়া পদক্ষেপ নিতে চলেছে মার্কিন সরকার। জালিয়াতি এবং অপব্যবহার রুখতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মার্কিন আর্থিক বছরের শুরুতেই তা চালু হবে বলে ঘোষণা করেছে মার্কিন নাগরিকত্ত এবং অভিবাসন সংস্থা (ইউএসসিআইএস)।

ইউএসসিআইএস সংস্থা কতকগুলি নিয়ম ঘোষণা করেছে। সেগুলি হল-

  • এইচ-১ বি ভিসা আরও কঠোর নিয়মে অন্তর্ভূক্ত করা হবে।
  • জালিয়েতি রুখতে একটি ইমেল হেল্পলাইল চালু হবে।
  • মার্কিন বিচার বিভাগ সতর্ক করেছে, আমেরিকায় চাকুরিজীবীদের প্রতি কোনও রকম বৈষম্যমূলক আচরণ যাতে না করা হয়।
  • কোনও রকম বৈষম্যমূলক খবর জানাতে একটি হটলাইন কল করার প্রস্তাব করেছে এই সংস্থা।
  • ভারতের টিসিএস, উইপ্রো এবং ইনফোসিস-এর মতো টেক জায়েন্টসদের কর্মীরা কিছুটা হলেও এর দ্বারা প্রভাবিত হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2nSQf8B

April 04, 2017 at 05:17PM
04 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top