কলকাতা, ০৭ এপ্রিল- রাজ্য বিজেপির মহিলা মোর্চার নেত্রী তথা রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার৷ জানা গিয়েছে, তাঁর নিরাপত্তায় সব সময়ের একজন রক্ষী নিয়োগ করছে কলকাতা পুলিশ৷ সম্ভবত স্পেশাল ব্রাঞ্চের একজন পুলিশকে দেওয়া হবে নিরাপত্তার দায়িত্ব৷ যদিও রাজ্য সরকারের নিয়োগ করা নিরাপত্তারক্ষীর উপর তাঁর ভরসা নেই বলেই জানিয়েছেন রাজ্য বিজেপি নেত্রী৷ এমনকি নিরাপত্তা বাড়ানোর নামে রাজ্য সরকার তাঁর উপর নজরদারির ব্যবস্থা করছে বলেও অভিযোগ করেছেন রূপা৷ সূত্রের খবর, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্য সরকারের কাছে এসেছিল একটি চিঠি? সেখানে জানতে চাওয়া হয়েছিল যে বিজেপির এই রাজ্যসভার সাংসদের নিরাপত্তার বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করেছেন রাজ্য? এই বিষয়ে রিপোর্টও তলব করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক৷ফলে কেন্দ্র থেকে চাপ আসার ফলেই রূপার নিরাপত্তার বিষয়টি নিয়ে টনক নড়ে রাজ্য প্রশাসনের৷ ফলে বাড়ান হয় নিরাপত্তা৷ তবে নজরদারির বিষয়টিও একদম উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহলের একাংশ৷ কারণ কিছুদিন আগেরই জানা গিয়েছিল যে, রাজ্য বিজেপির সাত নেতার উপর নজরদারিতে বিশেষ দল তৈরি করেছে রাজ্য পুলিশ৷ সেই তালিকায় ছিল বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলী, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তেওয়ারি৷ জানা গিয়েছিল, ২৪ ঘন্টাই বিজেপির এই সাত নেতার উপর নজরদারি চালাবে দলটি৷ এরপরেই রূপা গাঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ান, সেই জল্পনাতে আরও খানিকটা ঘৃতাহুতি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2o5fo1X
April 04, 2017 at 10:38PM
04 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top