মোটো জি৫ (Moto G5) ভারতে আসতে তৈরি আজ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ আজ রাত ১১.৫৯ মিনিট থেকে অনলাইন শপিং সাইট Amazon.in এবং Flipkart এ Moto G5 মিলবে। এর আগে Moto G5 এবং Moto G5 Plus একসঙ্গে লঞ্চ করার কথা ছিল।

Moto G5 Plus দুধরনের। প্রথমটি, 32 GB ইন্টারনাল মেমোরি, সঙ্গে 4 GB RAM, দাম পড়বে ১৬,৯৯৯ এবং দ্বিতীয়টি, 16 GB ইন্টারনাল মেমোরি, সঙ্গে 3 GB, দাম ১৪,৯৯৯। তবে Moto G5 ফোনের দাম G5 Plus এর চেয়ে তুলনামূলকভাবে কম রাখার সম্ভাবনা রয়েছে।

বৈশিষ্ঠ্যের বিচারে, Moto G5 Sports এর ডিসপ্লে 1080*1930 পিক্সেলের সঙ্গে 5 ইঞ্চি ফুল এইচডি। 1.4 GHz স্ন্যাপড্রাগন 430 প্রসেসর। Moto G5 Sports ও দুধরনের। প্রথমটি, 16 GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে 2 GB RAM এবং দ্বিতীয়টি, 32 GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে 3 GB RAM. এক্সটারনাল মেমোরি 128 GB পর্যন্ত এক্সপেনডেবল।

ক্যামেরার দিক থেকে দেখলে আসাধারণ ফিচারের সঙ্গে আসছে এই মোবাইল। ডুয়াল এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেল রিয়ার এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। খুব শিঘ্র চার্জিং ক্ষমতার সঙ্গে 2800 mAh ব্যাটারির সঙ্গে আসছে Moto G5.

শুধু দূর্দান্ত সেলফিই নয় অন্যান্য ফিচার্সের সঙ্গে বাজেটের মধ্যে পকেট ফ্রেন্ডলি এই ফোন একবার ব্যবহার করে দেখা যেতেই পারে।



from Uttarbanga Sambad http://ift.tt/2n70w3z

April 04, 2017 at 05:50PM
04 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top