মুম্বাই, ১৬ এপ্রিল- কিছুদিন হল প্রাক্তন স্বামী বিয়ে করেছেন৷ এর মধ্যেই তাঁর বিয়ের গুঞ্জনও শুরু হয়ে গেছে৷ বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, আবার নাকি বিয়ে করতে চলেছেন কারিশমা কাপুর৷ এই পাত্রও আবার এক ব্যবসায়ী৷ নাম সন্দীপ তোশিয়ানি৷ মুম্বাইয়ের বাণিজ্য মহলে বেশ নাম ডাক রয়েছে কারিশমার সাম্প্রতিক বয়ফ্রেন্ডের৷ শোনা যাচ্ছে, এই বছরই নাকি বিয়েটা সেরে নিতে চলেছেন কারিশমা৷ শুধু অপেক্ষা করছেন সন্দীপের বিবাহ বিচ্ছেদের৷ সন্দীপের আগের পক্ষের স্ত্রী অশিতা এতদিন এই বিচ্ছেদে রাজি ছিলেন না৷ কারণ ছিল খোরপোশ নিয়ে বোঝাপড়ার অভাব৷ সন্দীপের কাছে মাসিক আট লাখ টাকা চেয়েছিলেন অশিতা৷ সেই সঙ্গে মুম্বাইতে একটি ফ্ল্যাট৷ মেয়েদের ভরনপোষণের দায়িত্বও নিজের কাছেই রাখতে চেয়েছিলেন তিনি৷ জানা গেছে, শেষমেশ আট কোটি টাকায় সন্দীপ ও অশিতার মধ্যে বিচ্ছেদের রফা হয়েছে৷ এরপরই প্রথম বিয়ের ফাঁস থেকে মুক্ত হবেন সন্দীপ৷ তারপরই আবার করিশ্মার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি৷ কাপুর কন্যার ইতিহাসও প্রায় একই৷ ২০০৩ সালে ঘটা করে তাঁর বিয়ে হয়েছিল বিজনেস টাইকুন সঞ্জয় কাপুরের সঙ্গে৷ ২০০৫ সালে জন্ম হয় মেয়ে সামায়রার৷ ছেলে কিয়ানের জন্ম ২০১০ সালে৷ এরপর থেকেই দুজনের সম্পর্ক তেতো হতে শুরু করে৷ সঞ্জয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন কারিশমা৷ শেষমেশ ২০১৬ সালে বোঝাপড়ার মাধ্যমে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়৷ কিছুদিন আগেই দিল্লিতে প্রেমিকা প্রিয়া সচদেবের সঙ্গে বিয়েটা সেরে ফেলেন সঞ্জয়৷ নিউ ইয়র্কে দুজনের রিসেপশন হওয়ার কথা৷ তারপর থেকেই নাকি সন্দীপকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন বলিউড তারকা৷ অপেক্ষা করছেন শুধু বয়ফ্রেন্ডের ডিভোর্সের৷ সেই কাজটি সারা হয়ে গেলেই নাকি আবার বিয়ের পিঁড়িতে বসে পড়বেন কারিশমা। সূত্র: সংবাদ প্রতিদিন আর/০৭:১৪/১৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pEpWST
April 16, 2017 at 01:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top