মুম্বাই, ১৫ এপ্রিল- একদিন মর্নিং ওয়াকে যাচ্ছিলেন সালমান খানের বাবা লেখক সলিম খান। পথে হঠাৎ করে একজন ভিখারিণী এবং তার ছোট মেয়ের দিকে নজর যায় তার। সেই ভিখারি মহিলার অবস্থা দেখে সলিম খানের দয়া হয়। উনি সেদিন থেকে প্রতিদিনই প্রাতঃভ্রমণের সময় মা-মেয়ের জন্য খাবার নিয়ে যেতে লাগলেন। একদিন সকালে সেলিম দেখলেন সেই ভিখারি মহিলা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মায়ের মৃত দেহের পাশে তার ছোট মেয়ে অঝোরে কাঁদছে। সলিম কিছুতেই সেই ছোট মেয়েকে একা সেখানে ফেলে চলে যেতে পারলেন না। উনি সেই ছোট মেয়ের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পর উনি জানতে পারলেন সেই ছোট মেয়েটার নাম অর্পিতা। সলিমের স্ত্রী সালমার প্রথম দর্শনেই সেই মেয়েকে ভালো লেগে যায়। এবং খান দম্পতি ছোট্ট অর্পিতাকে দাত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। ধীরে ধীরে অর্পিতা খান পরিবারের চোখের মণি হয়ে ওঠেন। এটাই হলো বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের বোন অর্পিতার গল্প। আলভিরা খান সালমানের আরও এক বোনও আছে । কিন্তু তার বিয়েতে বা খান পরিবারের অন্য কোনো সদস্যের বিয়েতে এত ধূমধাম হয় নি যা অর্পিতার বিয়েতে হয়েছিল। অর্পিতার ইচ্ছা ছিল তার বিয়েটা রাজপ্রাসাদে হোক। তার এই ইচ্ছার কথা জানতে পেরে সালমান হায়দ্রাবাদের ফলকনামা প্যালেস বুক করেন। আর সেখান থেকেই বিয়ে হয় অর্পিতার। অর্পিতাকে দত্তক নেওয়া সত্ত্বেও তার ধর্ম কিন্তু বদলাননি সলিম খান। এমনকী তার বিয়েও হয় হিন্দু মতে। এখানেই শেষ নয় উপহার হিসেবে সালমান অর্পিতাকে একটা সি ফেসিং অ্যাপার্টমেন্ট দিয়েছেন যার দাম ১৬ কোটি টাকা। সেই অর্পিতা লন্ডনে পড়াশোনা করেছেন এবং তার ইচ্ছা নিজের ফ্যাশন ব্রান্ড লঞ্চ করার। বলাই বাহুল্য অর্পিতার এই ইচ্ছা পূরণ করার জন্য পুরো পরিবারই তার পাশে থাকবে। আর/০৭:১৪/১৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pkrWn9
April 16, 2017 at 01:52PM
16 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top