ঢাকা, ০৩ এপ্রিল- ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আনুষ্ঠানিক দলবদল শেষ হয়ে গেছে গত মার্চে। জাতীয় দলের ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরে থাকায় এই দলবদলে অংশ নিতে পারেননি। অবশ্য এরই মধ্যে অনেকেই তাঁদের পছন্দের দলে নাম লিখিয়েছেন। বিশ্বের অন্যতমে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও এই তালিকা থেকে বাদ যাননি। শ্রীলঙ্কায় বসেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গাজী গ্রুপ এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। গত প্রিমিয়ার লিগে সাকিব ও তামিম ইকবাল আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন। এবার দুজনেই আবাহনী ছাড়ছেন। এর আগে তামিম নাম লিখিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে। গাজী গ্রুপ সূত্রে জানা গেছে, সাকিব ম্যাচপ্রতি প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন। এবারের প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ বেশ শক্তিশাশী দল গঠন করেছে। মুমিনুল হক, নাসির হোসেন, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিন বাবু, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আবু হায়দার রনিদের মতো ক্রিকেটারকে দলভুক্ত করেছে তারা। আর/১৭:১৪/০৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2osW7Ig
April 04, 2017 at 12:00AM
03 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top