কানপুর, ০৩ এপ্রিল- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হলেই আকাশে বাতাসে টাকার পাশাপাশি আনন্দ উত্তেজনাও উড়তে শুরু করে। টুর্নামেন্টটির ১০ বছর পূর্তিতে আয়োজকরা এবার দর্শকদের জন্য এক বিশেষ চমক এনেছেন। এবারের আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান নাকি ভারতের ৮টি শহরে অনুষ্ঠিত হবে! মানে প্রতিটি ফ্রাঞ্চাইজির শহরে হবে ওই অনুষ্ঠান। আইপিএল কমিটির চেয়ারম্যান রাজীব শুক্লা এই তথ্য নিশ্চিত করেছেন। ৯ম আইপিএলের দর্শক সংখ্যা ছিল ৩৯ কোটি ৬০ লাখ। এর আগে ৮ম আইপিএলে ছিল ১৯ কোটি দর্শক। ফলে কমিটির মতে দর্শক সংখ্যা বাড়ছে। এই প্রথম আইপিএলের ম্যাচ হবে উত্তর প্রদেশে। কানপুরে হবে গুজরাট লায়ন্সের ম্যাচ। তাই আইপিএল চেয়ারম্যানের দাবি, নতুন এই পরিকল্পনার ফলে প্রতি শহরের ক্রিকেট প্রেমীরা উদ্বোধনী অনুষ্ঠানের আনন্দ নিতে পারবেন। রাজীব শুক্লা আরও বলেন, এবার উদ্বোধনী অনুষ্ঠান দেশের ৮ শহরে করার পরিকল্পনা আমার নয়। বোর্ডের সদস্যরা বসেই এটা ঠিক করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে দেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হবে। থাকবেন বলিউডের তারকারাও। আগামী ৫ এপ্রিল হয়ে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম ও ফাইনাল ম্যাচ হবে হায়দরাবাদে। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মূল অনুষ্ঠানে পারফর্ম করবেন শাহরুখ খান ও হৃত্বিক রোশন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে ভারতের ৫ কিংবদন্তি ব্যাটসমানকে। তারা হলেন, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, ভি ভি এস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেবাগ। আর/১০:১৪/০৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ouerRt
April 04, 2017 at 05:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top