মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় কোতয়ালী মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহীন কাদির গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকায় পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত এসআই শাহীন কাদির জানান, সীমান্ত এলাকা থেকে নগরীর টিক্কারচর এলাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশা যোগে বিপুল পরিমাণ মাদক পাচার হয়ে আসছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে তিনি একদল পুলিশসহ টিক্কারচর এলাকায় একটি বটগাছের নিচে অবস্থান নেন। বিকেলে মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে সেখানে এসে পুলিশের উপস্থিতি দেখে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি মাদক ব্যবসায়ীদের ধাওয়া করেন।

একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ সময় পুলিশ অটোরিকশায় থাকা তিন মাদক ব্যবসায়ীর মধ্যে রমজান (২৮) নামে একজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।

আটক রমজান জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামের ফজলুল হকের ছেলে।

কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত এসআই শাহীন কাদির সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের আটক করতে পুলিশের অভিযান চলছে।



from Comillar Barta™ http://ift.tt/2nTyx6w

April 03, 2017 at 11:45PM
03 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top