মুম্বাই, ২৭ এপ্রিল- আঞ্চলিক ছবির প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার টান ছোট থেকেই। এ বার সেই আঞ্চলিক ছবি নিয়ে কিছু করতে চান তিনি। ভোজপুরি, মরাঠি, পাঞ্জাবি, সিকিমিজ, কোঙ্কনি ছবিতে তাঁর প্রযোজনা সংস্থা পার্পেল পেবল পিকচার্স ইতিমধ্যেই হাত দিয়েছে। দুটি বাংলা এবং একটি নেপালি ছবিও প্রযোজনা করবেন প্রিয়াঙ্কা। বাংলা ছবি দুটির নামও ঠিক হয়ে গিয়েছে। প্রথমটি বৃষ্টির অপেক্ষায়, আর দ্বিতীয়টি বাসস্টপে কেউ নেই। ছবি দুটির কাস্টিং কী হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে বলিউডের বাঙালি চেনামুখেরাই থাকছেন ছবিতে। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রাহুল বসু থাকছেন একটি ছবিতে। কথাও অনেকটা এগিয়ে গিয়েছে তাঁদের সঙ্গে। প্রিয়াঙ্কাকেও একটি ছবিতে ক্যামেও করতে দেখা যেতে পারে। প্রিয়াঙ্কা যে সময় আমেরিকায় ছিলেন, তখন কলকাতায় বেশ কয়েকবার ঢুঁ মেরে গিয়েছেন তাঁর মা মধু চোপড়া। তিনি জানিয়েছেন, পার্পেল পেবল পিকচার্স সব সময়েই আঞ্চলিক সিনেমার পাশে রয়েছে। আর প্রযোজক হিসাবে প্রিয়াঙ্কা চায়, ভাল গল্প যেন সব স্তরের মানুষের কাছে পৌঁছয়। বিশেষ করে যে গল্পগুলো বিশ্বের দরবারে যাওয়ার দাবি করে। খুব তাড়াতাড়িই বাংলা ছবি দুটি ফ্লোরে যেতে চলেছে বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কার মা। আনন্দবাজার আর/০৭:১৪/২৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2p5KM04
April 27, 2017 at 02:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top