স্প্যানিশ লা লিগায় বুধবার দিনের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে এদিন তারা ৭-১ গোলে রীতিমতো উড়িয়েই দেয় ওসাসুনাকে। পরের ম্যাচে তাদের দেখানো পথেই হেটেছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দল এদিন ৬-২ গোলে হারায় দেপোর্তিভো লা করুনাকে। লা করুনার বিপক্ষে ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন আলভারো মোরাতা। ৫৩ সেকেন্ডেই গোল করেন রিয়ালের এই তারকা ফুটবলার। ১৪ এবং ৫৬ মিনিটে জোড়া গোল করেন জেমস রদ্রিগেজ। এছাড়া বাকী তিনটি গোল করেন ভাজকুয়েজ, ইস্কো এবং ক্যাসিমিরো। বর্তমানে লা লিগার শীর্ষে অবস্থান বার্সেলোনার। ৩৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহে ৭৮ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ থেকে রিয়ালের পয়েন্টও সমান। মৌসুমের শেষ মুহূর্তে এসে লা লিগার লড়াইটা এবার বেশ জমে উঠেছে। সূত্র : বিবিসি আর/০৭:১৪/২৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pB5Woo
April 27, 2017 at 01:56PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন