কেন্দ্রীয় নির্দেশে ব্যানার ফেস্টুন নামিয়েছেন বিশ্বনাথ ছাত্রলীগ নেতা

78451-3

মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে ব্যানার ফেস্টুন নামিয়েছেন বিশ্বনাথ কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক  সিলেটের কৃতি সন্তান এস.এম জাকির হোসাইনের নির্দেশে ব্যানার ফেস্টুন নামিয়েছেন মিয়াদ আহমদ।

মিয়াদ আহমদ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নিদের্শ মোতাবেক ব্যানার ফেস্টুন নামিয়ে দেই। ছাত্রলীগের যে কোন সিদ্ধান্ত আমি ক্ষুদ্র কর্মী হিসেবে মেনে চলার চেষ্টা করি। ছাত্রলীগের গঠনতন্ত্রমূলক অনুযায়ী সব সময় অনুসরণ করে চলতে চাই।

উল্লেখ্য, গত শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ছাত্রলীগের ব‌্যানার, ফেস্টুন এবং পোস্টারে সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের ছবি ব্যবহার করতে হবে।

এতে বলা হয়েছিল, ‘বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, কোনো ব‌্যানার, ফেস্টুন এবং পোস্টারে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা যাবে না।

ব‌্যানার, ফেস্টুন এবং পোস্টারে শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং তরুণ প্রজন্মের অহংকার সজীব ওয়াজেদ জয় এর ছবি ব্যবহার করা বাধ্যতামুলক। যারা এই নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব‌্যবস্থা নেওয়া হবে।

এছাড়া  ইতোমধ্যে যেসব নেতা-কর্মী বিভিন্ন কর্মসূচি এ দিবস উপলক্ষে নিজ নিজ ব্যানার, ফেস্টুন এবং পোস্টারে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করেছেন তা আগামী তিন (৩) দিনের মধ্যে সরিয়ে ফেলতে কঠোর নির্দেশ দেওয়া হলো।’



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2oTlFLx

April 28, 2017 at 09:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top