শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ নাম না করেই শিলিগুড়ি সফরে থাকাকালীন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-কে বৃহস্পতিবার বিঁধেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘ওদের কেউ দিনে বস্তিতে খান আর রাতে পাঁচতারা হোটেলে খাওয়াদাওয়া করেন’। বিতর্কের সূত্রপাত এখানেই।
শুক্রবার মুখ্যমন্ত্রীর সেই কটাক্ষের জবাব দিল বিজেপি-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে তারা। সেখানে সুকনায় মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড তৈরির খরচ নিয়ে প্রশ্ন তোলেন সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিৎ রায়চৌধুরি। কটাক্ষ করেন তৃণমূল নেত্রীকে।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল উত্তরবঙ্গ সফরে আসেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অমিত শাহ। এদিন তিনি নকশালবাড়িতে এক আদিবাসীর ঘরে খাবর খান। এরপর শিলিগুড়ির এসএপ রোডের একটি হোটেলে দলীয় বৈঠক সেরে সেখানেই সারেন রাতের খাবার। এরপর কলকাতা গিয়ে খোদ মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকায় একটি বস্তিতে যান। সেখানেই পুজোর ফলপ্রসাদ খেয়েছিলেন তিনি। বিজেপি-র শীর্ষ এই খাওয়াদাওয়াকেই কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
এরই প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে এদিন অভিজিতবাবু বলেন, শিলিগুড়িতে কোনো পাঁচতারা হোটেল নেই। মিথ্যে প্রচার করা হচ্ছে মন্ত্রীর নামে। মুখ্যমন্ত্রী বিজেপিকে ভয় পেয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে ঘটনার। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে প্রশ্ন তোলেন, সুকনা থেকে তিন কিলোমিটার দূরে সেনাবাহিনীর হেলিপ্যাড থাকা সত্ত্বেও কেন নতুন করে হেলিপ্যাড তৈরি করা হল।
from Uttarbanga Sambad http://ift.tt/2oFuOey
April 28, 2017 at 10:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন