লাহোর, ১৫ এপ্রিল- ক্রিকেট পরাশক্তি ভারতের আগেই পাকিস্তানে বসেছিল ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন নির্ধারণের আধুনিক ল্যাব। বাকি শুধু ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদনটাই। এবার সেটাও পেয়ে যাচ্ছে পাকিস্তান। লাহোরের ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সে স্থাপন করা এই বায়োমেকানিক প্রযুক্তিকে সবুজ সঙ্কেত দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই ল্যাবটি অনুমোদন পেতে প্রযুক্তিগত ও দক্ষতাগত সব কিছুই পূরণ করেছে পাকিস্তান। যাতে গতি রেকর্ড করার জন্য রয়েছে অত্যাধুনিক ১৬টি ইনফ্রারেড ক্যামেরা ও দুটি হাই স্পিড ভিডিও ক্যামেরা। যা আইসিসির নিয়ম মেনেই করা হয়েছে। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে গত কয়েক বছরে কম দুর্ভোগ পোহাতে হয়নি পাকিস্তানকে। অ্যাকশন শুধরে ফেরার পর পাকিস্তানের অন্যতম সেরা বোলার সাঈদ আজমল হারিয়ে ফেলেছেন কার্যকারিতা। এছাড়া পাকিস্তানের কিছু হাই প্রোফাইল ক্রিকেটার অবৈধ অ্যাকশনে অভিযুক্ত হওয়ায় এ নিয়ে ভাবতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোলিং অ্যাকশন পরীক্ষার ও অ্যাকশন নিয়ে কাজ করার জন্য ব্রিসবেন, চেন্নাই, কার্ডিফ, লোফবরো ও প্রিটোরিয়ায় আইসিসির অনুমোদিত পাঁচটি ল্যাব আছে। ভারতের পর এবার দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে বায়োমেকানিক্যাল ল্যাবের মালিক হতে যাচ্ছে পাকিস্তান। আর/১২:১৪/১৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pfwtqX
April 15, 2017 at 06:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top