লস অ্যাঞ্জেলস, ১৫ এপ্রিল- অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া ট্রিবেকা ফিল্ম ফেস্টিভাল ২০১৭ এর বিচারক হবেন। হলিউড রিপোর্টারদের মাধ্যমে জানা যায়- এমি বার্গ, জ্যাচারি কুইন্টো, শেইলা নেভিন্স, উইলেম ডাফো, জেসি প্লেমনস এবং মেলানি লিনস্কির সাথে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী জুরি বোর্ডে সদস্য হিসেবে অংশগ্রহণ করবেন। প্রিয়াঙ্কা, অলিভিয়া থ্রিলবি, রায়ান এগল্ট, ব্রেন্ডান ফ্রেইজার এবং আইলিন গ্যালাগার অংশগ্রহণকারীদের তথ্যচিত্র এবং দূরদৃষ্টিতার ব্যাপারগুলোর বিচার করবেন। প্রিয়াঙ্কা আমেরিকান টেলিভিশন শো কোয়ানটিকো এর অভিনয়ের জন্য পাশ্চাত্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। গতবছর সেপ্টেম্বর এ প্রকাশিত বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস এর সবচে বেশি পারিশ্রমিক পাওয়া ১০ জনের মধ্যে সে একজন। সম্প্রতি তার অ্যালেক্স পেরিস শো এর দ্বিতীয় সেশন শুরু হবে। প্রিয়ঙ্কা চোপড়া বেওয়াচ হলিউড মুভির মুক্তির অপেক্ষা করছেন। যেখানে তার সহ-চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন রক জনসন এবং জাক এফরন। সূত্র: এনডিটিভি আর/১২:১৪/১৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pfOeWR
April 15, 2017 at 07:04AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন