মুম্বাই, ১৫ এপ্রিল- ২৪ বছরের লম্বা ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করেছেন লিটল মাস্টার খ্যাত শচিন টেন্ডুলকার। ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি, ওয়ানডে ও টেস্ট ফরম্যাট মিলিয়ে করেছেন ৩৪ হাজার ৩৪৭ রান। সব কিছুকে ছাপিয়ে কিংবদন্তি এই ব্যাটসম্যানের জীবনের সেরা অর্জন হয়ে থাকবে ২০১১ সালে বিশ্বকাপয় জয়। এমনটা জানালেন শচিন নিজেই। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শচিনের জীবনী নিয়ে বানানো বায়োপিক শচিন- আ বিলিয়ন ড্রিমস এর অফিশিয়াল ট্রেলার। সেই অনুষ্ঠানে উপস্থাপক শচিনকে জিজ্ঞেস করেছিলেন তার জীবনের সবচেয়ে স্মরণীয় মূহুর্ত কোনটি? এই প্রশ্নের জবাবে মাস্টার ব্লাস্টার বলেন, এই উত্তর দিতে আমি আসলে দ্বিধাগ্রস্থ হবো না। আমার জীবনের স্মরণীয় মুহূর্তটি হচ্ছে ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জেতা। বিশ্বকাপ জেতার চেয়ে সেরা মুহূর্ত আর নেই। এই সময়টার জন্য আমি বেঁচে থাকতে চাই। এই একটা মুহূর্তই আমার সবকিছু বদলে দিয়েছে। ১৯৮৩ সালে কপিল দেবকে বিশ্বকাপ ট্রফি তুলে ধরতে দেখেছি। এরপর থেকেই আমি এই স্বপ্ন দেখে এসেছিলাম। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো ভারত ও শ্রীলঙ্কা। সেই ম্যাচে ভারতকে ২৭৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৪৯তম ওভারের দ্বিতীয় বলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে ভারত। নুয়ান কুলাসেকারার করা ফুল লেন্থ ডেলিভারিটাকে লং অনের উপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শচিনের সাফল্যের মুকুটে সবচেয়ে উজ্জ্বল পালক হিসেবে জায়গা করে নেয় ২০১১ বিশ্বকাপের শিরোপা। ভারতের হয়ে ২০০ টেস্ট, ৪৬৩ ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি খেলেছেন ক্রিকেট ঈশ্বর খ্যাত শচিন টেন্ডুলকার। সূত্র: ডেকান ক্রনিকল আর/১২:১৪/১৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oI2ffd
April 15, 2017 at 06:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন