ব্র্যান্ড নয়, উল্লেখ করতে হবে ওষুধের জেনেরিক নাম, আসছে নয়া আইন

নয়াদিল্লি, ১৭ এপ্রিলঃ সোমবার সুরাটে একটি হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এবার থেকে ডাক্তাররা প্রেসক্রিপশনে শুধুমাত্র জেনেরিক ওষুধ লিখবে। জেনারিক ওষুধ বলতে শুধুমাত্র কম্পোজিশনের নাম উল্লেখ করা। মেনশন করা যাবে না কোনো ব্র্যান্ডের নাম।

তবে জেনারিক নামের সঙ্গে দাম কম করা হবে কিনা সেবিষয়ে পরিস্কার কিছু জানা যায়নি। সম্ভবত ধাক্কা কেতে চলেছে সমস্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো।

মোদি এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘‘আমি দেখেছি চিকিত্সকরা প্রেসক্রিপশনে এমনভাবে ওষুধের নাম লিখেন, যার ফলে গরীব মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে এবং দামী ওষুধ নিতে বাধ্য হয়।’

সস্তায় ওষুধ তৈরি করা ভারতে রাজনৈতিক দিক থেকে খুবই সংবেদনশীল একটি ব্যাপার। ইতিমধ্যেই ভারতে বিনামূল্যে ওষুধ দেওয়ার বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। এছাড়া সস্তায় পরিষেবা দিতে চিকিত্সার প্রয়োজনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামের দাম কমানোর ওপরও জোর দিচ্ছে কেন্দ্র।

দেশের সর্বোচ্চ সংস্থা যা ভারতের মেডিক্যাল এডুকেশনকে তদারকি করে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ডাক্তারদের আগেই সুপারিশ করেছে জেনেরিক ওষুধ লিখতে।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2nUBbdu

April 17, 2017 at 06:43PM
17 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top