চেন্নাই, ১৭ এপ্রিলঃ এবার থেকে হোটেল ভাড়ার ক্ষেত্রে এক নতুন নিয়ম চালবু করছে বেশকয়েকটি হসপিটালিটি চেন। কোথাও ঘুরতে গেলে হোটেল ভাড়াতে অনেক খরচ হয়ে যায়। কয়েক ঘণ্টার জন্য হোটেল ভাড়া নিলেও পুরো টাকাই গুনতে হয় পর্যটকদের।
বিশেষ করে তীর্থযাত্রীদের এই সমস্যায় পড়তে হয়। এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার পথে দু-তিন ঘণ্টার জন্য হোটেল ভাড়া করেন। কিন্তু টাকা গুনতে হয় গোটা দিনের। তবে একন থেকে আর এই সমস্যা হবে না। বেশকয়েকটি হোটেল কয়েক ঘণ্টা হিসেবে প্যাকেজ চালু করতে চলেছে। এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন অথবা তীর্থস্থানের আশেপাশে হোটেলগুলি এই নিয়ম চালু করতে চলেছে। এই নিয়ম চালু হলে পর্যটক এবং হোটেল মালিক দু-পক্ষই লাভবান হবেন। পর্যটকদের টাকা বেচে যাওয়ার পাশাপাশি হোটেল ভাড়ার সংখ্যাও বাড়বে বলে আশা করছে ট্রাভেল সংস্থাগুলি।
হোটেল লেমন ট্রি-র জেনারেল ম্যানেজার দেভিন্দর কুমার বলেছেন, ‘আমরা দেখি ৬০ থেকে ৭০ শতাংশ অতিথিরাই সকালে আসেন এবং বিকেলে চলে যান। তাতে বেশিভাগ সময় ঘর ফাঁকা পড়ে থাকে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2pImnuY
April 17, 2017 at 06:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.