অবসরের সিদ্ধান্তে অনড় ইউনিস

কিংস্টন, ২৩ এপ্রিলঃ কয়েকদিন আগেই তিনি সাদা পোশাকের ক্রিকেটকে আলবিদা জানানোর কথা ঘোষণা করেছিলেন। সেই মতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের পরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ইউনিস খান।

ক্রিকেটের দীর্ঘতম ফর্মাটে ১০ হাজার রানের মাইলস্টোন থেকে ২৩ রান দূরে থাকলেও নিজের পুরোনো সিদ্ধান্তেই অনড় রয়েছেন এই পাক তারকা। এমনকি তিনি বলেছেন, ‘আমি যদি চলতি সিরিজের প্রতিটি ইনিংসে শতরান পাই, তাহলেও ব্যাট-প্যাড তুলে রাখতে পিছপা হব না।’ পাক ক্রিকেটে ইউনিসের অবদান নিয়ে নতুন করে না বললেও চলে। ফলে আগামী দিনে এই অভিজ্ঞ ক্রিকেটারের অভাব বাবর আজম, আজাহার আলিরা কতটা পূরণ করতে পারেন, এখন সেটাই দেখার।



from Uttarbanga Sambad http://ift.tt/2p5qFxy

April 23, 2017 at 04:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top