কুমিল্লায় ৭৫ লাখ টাকা আত্মসাৎ: ব্যাংক ক্যাশিয়ার গ্রেফতার

 নিজস্ব প্রতিনিধি: কুমিল্লায় গ্রাহকের বিদ্যুৎ বিলের ৭৫ লাখ টাকা আত্মসাতের মামলায় খন্দকার আবুল কালাম আজাদ নামে কৃষি ব্যাংকের এক ক্যাশিয়ারকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জেলার বুড়িচং উপজেলার অলীপুর এলাকা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয়-কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খন্দকার আবুল কালাম আজাদ জেলার মুরাদনগর উপজেলার দড়ানীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র।
দুদক-কুমিল্লার ডিডি আবুল কালাম আজাদ জানান, জেলার তিতাস উপজেলার মাসিমপুর কৃষি ব্যাংক শাখার ক্যাশিয়ার খন্দকার আবুল কালাম আজাদ ওই এলাকার বিদ্যুৎ গ্রাহকদের ব্যাংকে জমাকৃত বিদ্যুৎ বিলের ৭৫লাখ টাকা বিভিন্ন সময়ে আত্মসাৎ করেন। এ ব্যাপারে গত বছরের ৮ ডিসেম্বর তার বিরুদ্ধে তিতাস থানায় মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।


from ComillarBarta.com http://ift.tt/2njlexz

April 07, 2017 at 12:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top