আসানসোল, ৭ এপ্রিলঃ ভাগ হতে চলেছে বর্ধমান জেলা। রাজ্যের ২৩ তম জেলা হিসাবে আত্মপ্রকাশ হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলার।
কৃষিভিত্তিক কালনা-কাটোয়া নিয়ে পূর্ব বর্ধমান এবং আসানসোল-দূর্গাপুর খনি শিল্পাঞ্চল নিয়ে গড়ে উঠতে চলেছে পশ্চিম বর্ধমান জেলা।
পূর্ব বর্ধমানে থাকছে, ৪টি মহকুমা- বর্ধমান সদর উত্তর, বর্ধমান সদর দক্ষিণ, কালনা এবং কাটোয়া। ১০টি থানা। ৩২৩টি পঞ্চায়েত সমিতি ও ব্লক। ২১৫টি গ্রাম পঞ্চায়েত। ৩২৩৪টি গ্রাম সংসদ। ১৬টি বিধানসভা।
পশ্চিম বর্ধমানের সদর আসানসোল। থাকছে ১৬টি থানা। আসানসোলে ৯টি এবং দুর্গাপুরে ৭টি থানা। থাকছে ১০টি বিধানসভা কেন্দ্র।
শুক্রবার দুপুরে আসানসোলের পুলিশ লাইনের মাঠে আয়োজিত এক জনসভায় নতুন জেলার আনুষ্ঠানিক ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
from Uttarbanga Sambad http://ift.tt/2njAUk7
April 07, 2017 at 12:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন