যেন শুধুই রোনালদোময় রাত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগেও নিজেকে মেলে ধরলেন সিআর সেভেন। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন তিনি। সেইসঙ্গে তার রিয়াল মাদ্রিদও ম্যাচটা জিতে ৪-২ গোলে। আর সমষ্ঠিগতভাবে রিয়াল মাদ্রিদ ৬-৩ ব্যবধানে বায়ার্ন মিউনিখকে পরাজিত করে টুর্নামেন্টের শেষ চারের টিকিট নিশ্চিত করে। মিউনিখে প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছিল স্বাগতিকদের। যে কারণেই নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এগিয়ে থেকে লড়াই শুরু করে রিয়াল মাদ্রিদ। শুরুটা অবশ্য দারুণভাবেই করে জিনেদিন জিদানের দল। বেশ কিছু আক্রমণ করে রোনালদো-বেনজেমারা। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন জিদানের শিষ্যরা। রিয়ালের আক্রমণের জবাব দিয়েছে বায়ার্ন মিউনিখও। কিন্তু রোবেন-লেভানডোস্কিদের দুর্দান্ত কিছু শট দারুণ দক্ষতায় রুখে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। এর ফলে গোলশুন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় বায়ার্ন মিউনিখ। সুযোগ কাজে লাগাতে মোটেই কোন ভুল করেননি চোট কাটিয়ে দলে ফেরা রবার্ট লেভানডোস্কি। এই গোলের সৌজন্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ ছয় গোলের রেকর্ড গড়লেন বায়ার্ন মিউনিখের এই পোলিশ স্ট্রাইকার। তার মিনিটখানিক পর আবারও সুযোগ পায় সফরকারীরা। কিন্তু ভিদাল তা দুর্দান্ত শট রিয়ালের জালের উপর দিয়ে চলে যায়। ম্যাচের ৭৬ মিনিটে রোনালদো গোল করলে আবারও স্বস্তি ফিরে রিয়াল শিবিরে। কিন্তু তার এক মিনিট পরই সার্জিও রামোসের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। লড়াইটা আরও জমে উঠে বর্তমান বিশ্বফুটবলের সেরা দুই জায়ান্ট ক্লাবের। তবে এরপর আর কোন দলই গোল করতে পারেনি। যে কারণে ২-১ গোলে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে বায়ার্ন মিউনিখ। মিউনিখে প্রথম লেগের ম্যাচটাও একই ব্যবধানে জিতেছিল রিয়াল মাদ্রিদ। যে কারণেই দুই দলের ফলাফল তখন ৩-৩। তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১০৪ মিনিটে আবারও গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন রোনালদো। সেইসঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন সিআর সেভেন। তবে এখানেই থামেনি রিয়ালের পর্তুগিজ সুপারস্টারের গোল-উৎসব। ম্যাচের ১০৯ মিনিটে নিজের হ্যাটট্রিকটাও পূর্ণ করে নিলেন তিনি। বায়ার্নের জালে শেষ পেরেকটি ঠুকে দেন অ্যাসেনসিও। করিম বেনজেমার বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করা এই তারকা স্ট্রাইকার ১১২ মিনিটে রিয়ালের চার নাম্বার গোলটি করেন। সেইসঙ্গে সমষ্ঠিগতভাবে রিয়াল মাদ্রিদ ৬-৩ ব্যবধানে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপ সেরার এই টুর্নামেন্টের শেষ চারের টিকিট নিশ্চিত করে। সূত্র : টেন টু, বিবিসি আর/০৭:১৪/১৯ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2olaU4s
April 19, 2017 at 01:26PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.