সুরঙ্গের হদিশ মিলল ভারত-বাংলাদেশ সীমান্তে

কিষাণগঞ্জ, ২৬ এপ্রিলঃ দুই দেশে পশু পাচারের স্বার্থে ৮০ ফুট লম্বা নির্মীয়মান একটি সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ। কিষাণগঞ্জ সংলগ্ন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের চোপরা-ফতেপুর সীমান্ত আউটপোস্টের কাছে এই সুরঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে। এ কথা জানিয়েছেন সীমান্ত রক্ষী বাহিনীর এক পদস্থ আধিকারিক।

সূত্রের খবর, দুই দেশের মধ্যে কাঁটাতারের এই বাধা এড়াতে এবং নিরাপত্তাবাহিনীর হাত থেকে বাঁচতে এই সুরঙ্গ তৈরির ভাবনা। যাতে বিনা বাধায় পশু পাচার করা যায়।

ডিআইজি জেনারেল দেবী শরণ সিং জানান, পাচারকারীরা ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের নীচ দিয়ে মাটির গভীরে এই সুড়ঙ্গ খুঁড়ছিল। নিকটস্থ একটি চা বাগানের মধ্যে দিয়ে রাতের অন্ধকারে অনেকদিন ধরেই চলছিল এই সুরঙ্গ খোঁড়ার কাজ। টহলদারির জেরে খোঁজ মেলে এই সুরঙ্গের। হদিশ পাওয়ার পর টহলদারি আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফের শীর্ষ আধিকারিক।



from Uttarbanga Sambad http://ift.tt/2pzbxLZ

April 26, 2017 at 06:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top