কন্যাসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী, তালাকের হুমকি স্বামীর

লখনউ, ২২ এপ্রিলঃ পুত্র নয়, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এই ‘অপরাধে’ স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দিলেন স্বামী। তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভলের বাসিন্দা এক মুসলিম মহিলার সঙ্গে।

পুলিশ জানায়, স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ওই মহিলার অভিযোগ, বছর চারেক আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁকে মারধর শুরু করেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। যা সহ্য করতে না পেরে বিয়ের ৮ মাসের মাথায় তিনি বাপের বাড়ি ফিরে আসেন। তারপর তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। তখন থেকে শ্বশুরবাড়িতে তাঁর অবস্থা আরও খারাপ হয়।

সম্প্রতি ওই মহিলা বা তাঁর সন্তান-কাউকেই ফিরিয়ে নিতে চান না তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। তাঁর স্বামী তালাক দেওয়ার হুমকিও দিয়েছে এবং দ্বিতীয় বিয়ের তোড়জোড় শুরু করেছেন। তাই পথ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে তাঁর অনুরোধ, ‘যত দ্রুত সম্ভব তালাক প্রথা বন্ধ করুন।’



from Uttarbanga Sambad http://ift.tt/2p7ewua

April 22, 2017 at 10:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top