চাঁদ থেকে হিলিয়াম আনবে ইসরো

নয়াদিল্লি, ২২ এপ্রিলঃ এই সেদিন পর্যন্তও মহাকাশ গবেষণার ক্ষেত্রে নেহাতই দুধের শিশু বলে মনে করা হত ইসরো’কে। কিন্তু এখন আর তা বলা যাবে না। চন্দ্রযান-১, মঙ্গলাভিযান, এক লপ্তে ১০৪টি রকেট উৎক্ষেপণ করে ইতিমধ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠা করে নিয়েছে। এ বার দেশের শক্তি সংকট মেটাতে তারা হাত বাড়িয়েছে চাঁদের দিকে।

ইসরো পরিকল্পনা করেছে, বিকল্প শক্তি তারা জোগাড় করবে চাঁদ থেকে। চাঁদের মাটিতে প্রচুর পরিমাণে হিলিয়াম আইসোটোপ রয়েছে, যা পৃথিবীতে নিয়ে আসতে পারলে কেল্লা ফতে। ইসরো সূত্রে খবর, গবেষণার কাজ ঠিকঠাক এগোলে ২০৩০ সালের মধ্যেই শক্তির বিকল্প উৎস হয়ে উঠতে পারে চাঁদ।

ইসরোর গবেষক শিবথানু পিল্লা জানিয়েছেন, চাঁদের মাটির উপরিস্তরে, যাকে ‘রেগোলিথ’ বলে, তাতে প্রচুর পরিমাণ হিলিয়াম-৩ রয়েছে, যা পৃথিবীতে থাকা হিলিয়াম-৩-এর থেকে কয়েক হাজার গুণ বেশি। শক্তির উত্স হিসেবে সেই হিলিয়াম-৩ যদি কাজে লাগানো যায়, তা হলে যে পরিমাণ শক্তি মিলবে, তাতে পুরো পৃথিবীর চাহিদা মিটিয়ে দেওয়া সম্ভব হবে। চাঁদ থেকে শক্তির উত্স খোঁজার এই গবেষণা শুধু ইসরোই করছে, এমন নয়। শিবথানুর কথায়, ‘বিশ্বের আরও কয়েকটি দেশ এই ধরনের গবেষণা চালাচ্ছে।’ তবে কীভাবে সেই হিলিয়ামকে কাজে লাগানো হবে সে বিষয়ে এখনই কিছু স্পষ্ট করেননি তিনি।



from Uttarbanga Sambad http://ift.tt/2p7gQkV

April 22, 2017 at 11:16PM
22 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top