ঢাকা, ২১ এপ্রিল- চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ঘোষণা হয়েছে আগের দিনই। দল নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার দল নিয়ে সন্তুষ্টির কথা জানালেন দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। তার মতে, প্রত্যাশিত খেলোয়াড়রাই চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডের সফরের দলে রয়েছেন। শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ দলে নিয়ে তামিম বলেন, যারা প্রত্যাশিত ছিল তারাই দলে আছে। ২-১টা হয়তো পরিবর্তন হয়েছে। ওটা কন্ডিশনের কথা চিন্তা করেই নেয়া হয়েছে। এই দল নিয়ে আমি সন্তুষ্ট। যারাই থেলুক না কেন, সবারই দায়িত্ব থাকবে কাজটা ঠিক করে করা। আমরা ত্রিদেশীয় সিরিজ খেলব। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলব। আমাদের লক্ষ্যটা অবশ্যই সেরা ক্রিকেট খেলা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার আগে সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। সে ক্যাম্পে অংশ নিতে মুখিয়ে আছেন তামিম, আমাদের দশ দিনের একটা ক্যাম্প আছে। ওটা খুব গুরুত্বপূর্ণ। আমি ক্যাম্পে অংশ নিতে মুখিয়ে আছি। আমার কাছে মনে হয়, ওই দশটা দিনের ক্যাম্প আমাদের প্রস্তুতিটা নিতে দারুণ সহায়তা করবে। তবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশনের ভিন্নতার কথা জানেন তামিম। তারপরও এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি, ইংল্যান্ডের তুলনায় আয়ারল্যান্ডের কন্ডিশন কিছুটা ভিন্ন। ওটার জন্য আমাদের ভালো করে প্রস্তুতি নেয়া লাগবে। এর জন্য আমাদের দশ দিনের যে ক্যাম্পটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যত দিনই ক্যাম্পে থাকি ততদিন যেন আমরা প্রতিটি মিনিট ব্যবহার করতে পারি। আর/১০:১৪/২১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pZum7p
April 22, 2017 at 05:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top