মুম্বাই, ২১ এপ্রিল- বলিউডের বর্তমান কাঙ্ক্ষিত নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। হিন্দি সিনেমার পাশাপাশি জয় করেছেন হলিউডবাসীদেরও মন। আর তাই অনেক নির্মাতা তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন। কিন্তু সুযোগ পাওয়াই তো মুশকিল! তবে সেটি নিয়ে ভাবছেন না পিকু নির্মাতা সুজিত সরকার। আবারও দীপিকাকে নিয়ে সিনেমা বানাতে চান পরিচালক সুজিত। কেন দীপিকাকে চাইছেন পরিচালক, তা নিজেই খোলসা করেছেন সুজিত সরকার। জানিয়েছেন, যখনই আমার চিত্রনাট্য লেখকের সঙ্গে কথা বলি, আলোচনা করি তখন দীপিকার কথা মাথায় আসে। দীপিকার সঙ্গে কাজটি করা যায় কিনা ভাবি। কারণ আমি দীপিকার একজন দারুণ ভক্ত! দীপিকা পাড়ুকোনের সঙ্গে নির্মাতা সুজিত সরকার। দীপিকার সঙ্গে পিকু সিনেমাতে কাজ করেছেন সুজিত সরকার। শুটিংয়ের সময় কাছ থেকে দেখেছেন তার অভিনয়। সে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, দীপিকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। পিকুর কাজ করার সময় দীপিকার মধ্যে একজন সত্যিকারের অভিনেত্রীকে দেখেছি। ভবিষ্যতে কবে ফের দীপিকাকে নিয়ে কাজ করবেন, প্রশ্নের উত্তরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই চলচ্চিত্র নির্মাতা জানালেন, দীপিকার সঙ্গে কীভাবে আবারও কাজ করা যায়, সে বিষয়ে ভাবছেন তিনি। এদিকে দীপিকা পদ্মাবতী ছবির কাজে ব্যস্ত আছেন এই মুহূর্তে। এর সঙ্গে হলিউড থেকেও নিয়মিত ডাক পাচ্ছেন এই নায়িকা। সূত্র- ডেকান ক্রনিকলস আর/১০:১৪/২১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pMJfNz
April 22, 2017 at 04:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top