কল্পনা চাওলার ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ খুব শীঘ্রই কল্পনা চাওলার বায়োপিকে দেখা যাবে পিগি চপস-কে। অনেকদিন থেকেই চলছিল জল্পনা। হলিউডে নিজের ছাপ ফেলে আরেকবার ফিরে তাকালেন বলিউডের দিকে। তবে আপাতত ব্যস্ত ‘বেওয়াশ’ এর প্রচারে। বলিউডে শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘জয় গঙ্গাজল’ ছবিতে। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ‘মেরি কম’ এর বায়োপিকে।

কেরিয়ারের প্রথম নির্দেশনায় প্রিয়া মিশ্র জানিয়েছেন, গত সাত বছর থেকে এই প্রোজেক্টের ওপর তিনি কাজ করছেন। এই প্রোজেক্টটি একটি নতুন প্রোডাকশন ব্যানারে কাজ করবে।

প্রসঙ্গত, ১৯৬২ সালে হরিয়ানার একটি গ্রামে জন্মগ্রহণ করেন কল্পনা চাওলা। ১৯৮৮ সাল থেকে নাসার সঙ্গে কাজ করছিলেন তিনি। চাওলা ছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী। ২০০৩ সালে মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার সময় মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির জন্য সহযাত্রীদের সঙ্গে মৃত্যুবরণ করেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2p9dH1E

April 24, 2017 at 05:55PM
24 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top