সাংহাই, ২৪ এপ্রিল- সাংহাইয়ে এযাবৎকালের সবচেয়ে বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে চিনল সবাই। সাংহাইয়ের জিয়াওতং বিশ্ববিদ্যালয়ে গত ১৬ এপ্রিল রোববার দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সাংহাইতে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন মিনি বাংলাদেশ ইন সাংহাই এবং জিয়াওতং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়ন (বিএসইউ)। বর্ণাঢ্য সব আয়োজনের প্রতিটি ধাপেই ছিল বাঙালিয়ানাকে সবার সামনে বিশেষত বিদেশিদের সামনে উজ্জ্বলভাবে তুলে ধরার অদম্য প্রয়াস। বাঙালির এই প্রাণের উৎসবে সাংহাইয়ে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত উল্লেখযোগ্য বিদেশি শিক্ষার্থী যোগ দেন। দিনব্যাপী এই আয়োজন মূলত তিনটি ভাগে বিভক্ত ছিল। প্রথম পর্বে সকাল থেকে আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনীর। এই পর্বের মূল আয়োজনে ছিল স্থিরচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। আরও ছিল স্টলের মাধ্যমে বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ প্রদর্শন। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, রূপবৈচিত্র্য, সংস্কৃতি এবং খেলাধুলাকে আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়। এ সময় শত শত বিদেশিকে প্রবল আগ্রহ নিয়ে প্রদর্শনী উপভোগ করতে দেখা যায়। এ ছাড়া বিদেশিদের বৈচিত্র্যময় বাংলা খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে খিচুড়ি, টিকা কাবাব ও পুডিং ইত্যাদি পরিবেশন করা হয়। দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ এসো হে বৈশাখ এসো এসো সমবেত কণ্ঠে পরিবেশনার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংহাইয়ে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। দর্শক সারিতে বিদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মূল অনুষ্ঠানে গান, আবৃতির ফাঁকে দেশীয় গেমশোর আয়োজন ভিন্নমাত্রা যোগ করে। গেম শোতে পুরুষদের জন্য মোরগ লড়াই, নারীদের জন্য মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার মতো জনপ্রিয় সব খেলার আয়োজন করা হয়। এ ছাড়া বিদেশিদের উপস্থিতির কথা মাথায় রেখে বিউটিফুল বাংলাদেশ প্রামাণ্যচিত্রের দুটি অংশও অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। শেষ পর্বে নৈশভোজে সম্পূর্ণ বাঙালি খাবার পরিবেশন করা হয়। নৈশভোজের পর গেম শোতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সব আয়োজন শেষ হয়ে যাওয়ার পরও আয়োজকদের চেহারায় ক্লান্তির বদলে ছিল তৃপ্তির আভা। বিদেশিদের সামনে দেশ ও দেশের সংস্কৃতিকে তুলে ধরতে পারার আনন্দ অপার্থিব।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pXRo23
April 25, 2017 at 03:44AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.