নয়াদিল্লি, ২১ এপ্রিলঃ আগামী মে মাসে বৈশাখী পূর্ণিমায় শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৌদ্ধ ক্যালেন্ডারে সবচেয়ে বড়ো উৎসব বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রসংঘও ১২-১৪ মে বিশাখ দিবস পালন করে থাকে। এই নিয়ে দ্বিতীয়বার শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৫ সালেও তিনি প্রতিবেশী দেশে গিয়েছিলেন।
বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত দেশগুলিতে প্রতিবছরই বিশাখ দিবস পালিত হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। শ্রীলঙ্কায় প্রায় ১০০ দেশের ৪০০ প্রতিনিধি এবার আন্তর্জাতিক বুদ্ধিস্ট কনফারেন্স-এ যোগ দিচ্ছেন।
প্রসঙ্গত, আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিত বিক্রমসংঘে ভারত সফরে আসছেন। তার পরই আগামী মাসে মোদি শ্রীলঙ্কায় যাবেন। দুই নেতার সফরে নিশ্চিতভাবেই উঠবে দু-দেশের মৎসজীবীদের আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের বিষয়টি। ভারতের কাছে তার থেকেও গুরুত্বপূর্ণ হল দীপরাষ্ট্রে ক্রমশ চিনের উপস্থিতি জোরদার হওয়া। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে ২৬ তারিখ রনিত বিক্রমসিংঘেকে ভোজসভায় আমন্ত্রণ জানিয়েছেন মোদি। দুই নেতার মধ্যে ওইদিন কথা হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2oXksnn
April 21, 2017 at 12:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন