নয়াদিল্লি, ২১ এপ্রিলঃ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৎপরতা বাড়ছে শাসক-বিরোধী দুই শিবিরেই। সর্বসম্মত প্রার্থী দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এসেছিলেন আলাদাভাবে সোনিয়ার সঙ্গে কথা বলতে। এরপরই বিরোধী শিবির থেকে রাষ্ট্রপতি পদে সর্বসম্মত প্রার্থী দেওয়ার ব্যাপারে জোরদার জল্পনা শুরু হয়েছে রাজধানীতে।
রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে আগামী জুলাই মাসে। ওই সময় রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত প্রার্থী দেওয়া গেলে বিজেপি-বিরোধী জোট একটা সুস্পষ্ট আকার নেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেকথা মাথায় রেখেই এদিন সোনিয়ার কাছে গিয়েছিলেন বিজেপি বিরোধী শিবিরের দুই নেতা। সিপিএমের পলিটব্যুরো অবশ্য আগেই জানিয়ে দিয়েছে, বিরোধী শিবির থেকে সর্বসম্মত প্রার্থী দেওয়া হলে তাঁকেই সমর্থন করবে পার্টি।
উত্তরপ্রদেশে গেরুয়া ধ্বজা ওড়ার পর কংগ্রেস সহ সব বিরোধী দলই আশঙ্কায় রয়েছে। নোটবন্দি প্রভাব ভোটে না পড়ায় মোদি-ম্যাজিক তাদের রাতের ঘুম কেড়েছে। কট্টর বিজেপি-বিরোধী নেতা নীতীশ কুমারের জেডিইউ দাবি তুলেছে বিহারের ধাঁচে বিজেপি-বিরোধী মহাজোট গড়ে তোলা হোক ২০১৯-এর লোকসভা ভোটের আগে। সম্প্রতি সিপিআই-ও আগামী লোকসভা ভোটে বৃহত্তর ধর্মনিরপেক্ষ জোটের কথা বলেছে। সেই মঞ্চে কংগ্রেসকে শামিল করার পক্ষপাতি সুধাকর রেড্ডির মতো নেতারা। মায়াবতীরও সায় রয়েছে জোটে। মুলায়ম বিরোধিতা করলেও অখিলেশ জোটপন্থী। বিরোধী নেতারা রাষ্ট্রপতি নির্বাচনেই বুঝে নিতে চাইছেন এই জোটের ভবিষ্যৎ কতটা।
from Uttarbanga Sambad http://ift.tt/2oX9ZIl
April 21, 2017 at 12:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন