গুয়াহাটি, ১ এপ্রিলঃ সমগ্র উত্তর-পূর্ব ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে অসম। নমামি ব্রহ্মপুত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
শুক্রবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে, অসমের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা সহ মন্ত্রীসভার অন্য সদস্য ও প্রশাসনের কর্তাব্যক্তিরা।
এই উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, ‘পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতাই গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি, অর্থনীতি সমস্ত কিছুই গড়ে উঠেছে ব্রহ্মপুক্ষত্রকে কেন্দ্র করে। বহু ইতিহাসের সাক্ষী এই নদ।’
উত্সব আয়োজনের পাশাপাশি সাধারণ মানুষের সুখসমৃদ্ধির জন্য উন্নয়নের কাজ জোরকদমে চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে জানান, অসমের দীর্ঘদিনের বন্ধু ভুটান। এই রাজ্যে ভুটানের কনসুলেট তৈরির জন্য তাঁরা ভারত সরকারকে আর্জি জানাবেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2nVrF8M
April 01, 2017 at 03:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন