মেক্সিকোতে মাদক সহিংসতায় নিহত ৩৫

maxico20170424124914

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সহিংসতায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্মকর্তারা। ২০১১ সালের পর মাদক সহিংসতায় সবচেয়ে বেশি মানুষ খুন হয়েছে।

সিনালোয়া রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার দিনের শুরুতেই বিভিন্ন ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

গত বছর সিনালোয়ার মাদক সম্রাট এল চ্যাপো গুজম্যান গ্রেফতার হওয়ার পর থেকেই মাদক পাচারকারী চক্রগুলোর মধ্যে লড়াই বেড়ে গেছে।

এদিকে, উপকূলীয় মিসোয়াসান রাজ্যে রোববার বেশ কয়েকটি মাদক চক্রের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় নয়জন নিহত হয়েছে।

এছাড়া ভেরাক্রুজ রাজ্যে রোববার আরো ছয়টি মৃতদেহ পাওয়া গেছে। ২০১১ সালের পর দেশটি সহিংসতায় খুব খারাপ পর্যায়ে চলে গেছে। গত মার্চে দেশটিকে ২ হাজার ২০ জন নিহত হয়েছে। যে কোনো সময়ের চেয়ে এই সংখ্যা অনেক বেশি।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2p8mfGg

April 24, 2017 at 01:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top