কুমিল্লা সিটির স্থগিত দুই কেন্দ্রের ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) দুই কেন্দ্রে মঙ্গলবার শান্তিপূর্ণভাবে পুননির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দুই কেন্দ্রে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের দুটি পদে নির্বাচিতদের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে কুমিল্লা সিটির ২১ নং ওয়ার্ডের কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মাহবুবুর রহমান (ঘুড়ি)। এ কেন্দ্রে সংরক্ষিত ৭ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত প্রার্থী উম্মে সালমা (হেলিকপ্টার) নির্বাচিত হয়েছেন।

এছাড়া ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসান (ট্রাক্টর) এবং এ কেন্দ্রে সংরক্ষিত ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে স্বতন্ত্রপ্রার্থী রুবী আক্তার (চশমা) নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, দুটি কেন্দ্রে দুটি পদে পুনর্নির্বাচনের পর প্রাপ্ত মোট ভোটের হিসাবে সাধারণ কাউন্সিলর পদে ২১ নং ওয়ার্ডে কাজী মাহবুবুর রহমান ও ২৭ নং ওয়ার্ডে আবুল হাসান এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭নং ওয়ার্ডে উম্মে সালমা ও ৯ নং ওয়ার্ডে রুবী আক্তার নির্বাচিত হয়েছেন।

গত ৩০ মার্চ কুসিক নির্বাচনের দিন ওই দুটি কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। মঙ্গলবার এই দুটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। কুমিল্লা সিটি কলেজ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৭ শত ৭২ এবং চৌয়ারা মাদ্রাসা কেন্দ্রে ভোট সংখ্যা ২ হাজার ৪ শত ৭৩।



from ComillarBarta.com http://ift.tt/2phti1q

April 25, 2017 at 08:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top