চোখের সামনে পুড়ল বাস, নিরুপায় প্রত্যক্ষদর্শী

মালদা, ২৫ এপ্রিলঃ চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে আস্ত একটি বাস। অথচ অসহায়ভাবে সেই দৃশ্যের সাক্ষী হয়ে থাকতে হল প্রত্যক্ষদর্শীদের। সোমবার গভীর রাতে মালদা শহরে গৌরকন্যা বাস টার্মিনাসে একটি বাসে হঠাত্ই লাগে আগুন। গৌরকন্যা সংলগ্ন ছিল একটি জলাশয়। কিন্তু পুরসভার দৌলতে কিছুদিন আগেই তা ভরাট হয়ে গিয়েছে।

নেই কোনো জলের কোনো উত্স, ফলে নিজেদের উদ্যোগে নেভানো যায়নি আগুন। অগত্যা খবর দেওয়া হয় দমকলে। কিন্তু দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই জ্বলে যায় বাসটি। এই অগ্নিকাণ্ড প্রকাশ্যে এনে দিল গৌরকন্যার বেহাল পরিকাঠামো ব্যবস্থা। ক্ষোভে ফেটে পড়েন পরিবহনকর্মীরা। পরিকাঠামোর এই বেহাল অবস্থার জন্য প্রশাসনকে দায়ী করছে পরিবহনকর্মীরা।



from Uttarbanga Sambad http://ift.tt/2os5p7Z

April 25, 2017 at 08:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top