কলকাতা, ২২ এপ্রিল- হাওড়ার শ্যামপুর থানা এলাকার আমচটা গ্রামের বাসিন্দা পূর্ণশ্রী মাত্র চোদ্দ বছর বয়সেই বাড়ির অমতে শ্যামপুরেরই নারায়ণপুরের বাসিন্দা দিগম্বর দাস বৈরাগীকে বিয়ে করেন। হাওড়ার আমতা, যাদবপুর, ঠাকুরপুকুর, বাঁকুড়ার পরে এবার হাওড়ার শ্যামপুর। পণের দাবিতে ফের বধূহত্যার অভিযোগ। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী এবং শ্বশুর, শ্বাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মৃত ওই গৃহবধূর নাম পুর্ণশ্রী দাস বৈরাগী (১৮)। তাঁকে মারধর করে বিষ খাইয়ে শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে বলে অভিযোগ করেছেন পূর্ণশ্রীর পরিবারের লোকজন। জানা গিয়েছে, হাওড়ার শ্যামপুর থানা এলাকার আমচটা গ্রামের বাসিন্দা পূর্ণশ্রী মাত্র চোদ্দ বছর বয়সেই বাড়ির অমতে শ্যামপুরেরই নারায়ণপুরের বাসিন্দা দিগম্বর দাস বৈরাগীকে বিয়ে করেন। পরবর্তী সময়ে অবশ্য এই বিয়ে পুর্ণশ্রীর বাড়ির লোক মেনে নেয়। অভিযোগ, গত কয়েকমাস ধরেই পূর্ণশ্রীর থেকে টাকার দাবিতে মারধর করত তাঁর শ্বশুরবাড়ির লোকজন। বেশ কয়েকবার পূর্ণশ্রীর পরিবার টাকা দিলেও দিন দিন দাবি বাড়ছিল। পূর্ণশ্রীর স্বামী পেশায় নৃত্য শিক্ষক। মৃতার পরিবারের অভিযোগ, নাচের গ্রুপের একটি মেয়ের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিবাদ করায় সম্প্রতি অত্যাচারের মাত্রা বেড়ে যায়। মৃতার পরিবারের বয়ান অনুয়ায়ী, পুর্ণশ্রীর শ্বশুরবাড়ির লোকজন এ দিন তাঁদের প্রথমে মেয়ের মৃত্যুর খবর দেয়নি। পুলিশের কাছ থেকে তাঁরা ঘটনার কথা জানতে পারেন। এর পরে পূর্ণশ্রীর বাবা দিলীপ সামন্ত জামাই দিগম্বর, এবং তার বাবা-মা মাধব ও অঞ্জলি দাস বৈরাগীর বিরুদ্ধে শ্যামপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন। এর পরেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এ দিন উলুবেড়িয়া মহকুমা আদালতের বিচারক তিন জনের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। মৃতার স্বামী দিগম্বর অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি, সে তার স্ত্রীকে খুবই ভালবাসত। এ দিন পারিবারিক অশান্তির জেরে সে বাইরে গেলে পূর্ণশ্রী বিষ খেয়ে আত্মহত্যা করে। যদিও জামাইয়ের এই যুক্তি মানতে নারাজ পূর্ণশ্রীর মা-বাবা। তাঁরা অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। একটাই আফশোস তাঁদের, বার বার বলা সত্ত্বেও শ্বশুরবাড়ি ছেড়ে আসতে রাজি হয়নি মেয়ে। তা হলে হয়তো এই পরিণতি হত না তাঁর। কী অভিযোগ পূর্ণশ্রীর পরিবারের, দেখুন ভিডিও ১ দেখুন ভিডিও ২ আর/১৭:১৪/২২ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pOXPl0
April 23, 2017 at 12:57AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন