ঢাকা, ১০ এপ্রিল- বাংলাদেশ ক্রিকেটকে বদলে দেওয়া অধিনায়ক মাশরাফি বিন মতুর্জাকে শুধু টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯ এপ্রিল রোববার সাংবাদিকদের এ কথা জানান বিসিবির ম্যানেজার ও সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, মাশরাফিকে শুধু টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার অনুরোধ করেছিল বিসিবি। অবসর নেয়ার সিদ্ধান্ত তার ব্যক্তিগত। প্রসঙ্গত, শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে হঠাৎ অবসরের ঘোষণা দেন মাশরাফি। জানান, শ্রীলংকার বিপক্ষেই শেষবারের মতো টি-টোয়েন্টির জার্সি গায়ে দেখা যাবে তাকে। প্রথম টি-টোয়েন্টিতে হারলেও মাশরাফির বিদায়ী ম্যাচে জয় পায় বাংলাদেশ। টেস্ট, ওয়ানডের পর টি ২০ সিরিজও ড্র করে টাইগাররা। মাশরাফির হঠাৎ অবসর মেনে নিতে পারেননি তার ভক্তরা। দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফিকে ফিরিয়ে আনার আন্দোলন শুরু হয়। তাছাড়া মিরপুর স্টেডিয়াম ও নড়াইলে মাশরাফির জন্য আন্দোলনও করেন অনেকেই। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ম্যাচ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মাশরাফি। আর/১০:১৪/১০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oWUos0
April 10, 2017 at 03:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top