মুম্বাই, ২৯ এপ্রিল- কানাডায় অনুষ্ঠিত টেকনোলোজি, এন্টারটেইনমেন্ট ও ডিজাইন টিইডির আলোচনা সভায় সেদিন বক্তব্য রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিল ক্লিনটন, বিল গেটসের মতো ব্যক্তিত্ব বক্তব্য রেখেছেন এই মঞ্চে। সেই টিইডি আলোচনাসভার তিনিও একজন ভক্ত বলে জানান শাহরুখ। সেই মঞ্চে শাহরুখ জানান, তাকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক বলে মনে করেন তার ভক্তরা! ভারতবর্ষের প্রথম অভিনেতা হিসেবে এই মঞ্চ আলোকিত করেন শাহরুখ। তার কথায়, আমি স্বপ্ন বিক্রি করি। মানুষকে ভালোবাসি। টিইডি শো পৃথিবীর অন্যতম জনপ্রিয় শো। বিগত পাঁচ বছর ধরে শোটির ভক্ত আমি। ভারতে এমন অনেকে আছেন, যারা এখানে এসে নিজেদের বক্তব্য হিন্দিতে সাধারণ মানুষকে বলতে চান। ভাবনা আদান-প্রদান করতে চান। ভারতে টিইডি শোয়ের হোস্ট হচ্ছি। এবার থেকে হিন্দিতে হবে সভাটি। শুধু বক্তব্য নয়, কানাডার টিইডি মঞ্চে নাচেন শাহরুখ। এদিকে, টেড কিউরেটর অ্যান্ডারসনের দাবি, টেড টকস ইন্ডিয়া তাদের প্রতিষ্ঠানের অন্যতম উচ্চাভিলাষী প্রোজেক্ট। টেড টক প্রথম শুরু হয় ১৯৮৪ সালে। এটি মূলত একটি প্ল্যাটফর্ম, যেখানে বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। ভারতের টিভি চ্যানেলও সম্প্রতি টেড টক ইন্ডিয়া: নায়ি সোচ নামের একটি অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শাহরুখ খান। সূত্র- হিন্দুস্তান টাইমস আর/১২:১৪/২৯ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qfYMD3
April 29, 2017 at 07:08AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন