ঢাকা, ২৯ এপ্রিল- টেস্ট সিরিজ নাকি ওয়ানডে- এ নিয়ে বহু দর কষাকষির পর টেস্ট সিরিজ খেলতেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে কোরবানির ঈদের আগে ও পরে। দুবাইয়ে আইসিসির সভ শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ডেভিড পিভার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। আজ শুক্রবার নিজ বাসভবনে গণমাধ্যমের কাছে এই তথ্য তুলে ধরেন নাজমুল হাসান। বিসিবি প্রধান বলেন, অস্ট্রেলিয়া সিরিজ চূড়ান্ত। ওরা স্বেচ্ছায় রাজি হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি পরশু (বুধবার) সন্ধ্যায় এই ব্যাপারে আমার সঙ্গে কথা বলেছেন। প্রথম টেস্ট দেখার জন্য আসবেন তিনি। এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২ বছর আগে ২০১৫ সালের অক্টোবরে। কিন্তু নিরাপত্তার অজুহাতে শেষ পর্যন্ত সেই সফর স্থগিত করেছিল তারা। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও সফরে রাজী হয়নি অজি ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, একই অজুহাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া। যদিও কোনো দুর্ঘটনা ছাড়াই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এরপর গত বছরের শেষ দিকে বাংলাদেশে পুর্নাঙ্গ সফরে আসে ইংল্যান্ড দল। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দেয় নিজেদের সক্ষমতা। ইংল্যান্ডের তৎকালীন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক নিজে টুইট করে সব দেশকে বাংলাদেশে আসার আহ্বান জানান। ঐ সফরে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে ইংল্যান্ড জিতে গেলেও টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়। এরপরই চলতি বছরের জানুয়ারিতে আবারও বাংলাদেশ সফরে আসার আগ্রহ দেখায় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের নিরাপত্তা দল পাঠায় বাংলাদেশে। নিরাপত্তা পর্যবেক্ষরা সবুজ সংকেত দিলে আলোচনায় অগ্রগতি শুরু হয়। সিরিজ প্রসঙ্গে নাজমুল হাসান আরও বলেন, শুধু দুটি টেস্ট হবে। ঈদের ছুটি শুরু হওয়ার একদিন কিংবা দুই দিন আগে প্রথম টেস্ট শেষ হবে। দ্বিতীয় টেস্ট কোরবানির ঈদের তৃতীয় দিন শুরু হবে। মাঝে ঈদের জন্য পাঁচ দিনের একটা বিরতি ছিল। ওরা ৫ দিন বসে থাকতে চায় না। আমরা বোর্ডে কথা বললাম, দুদিন ঈদের ছুটি হলে আমরা তৃতীয় দিনই ম্যাচ আয়োজন করতে রাজী আছি। আমরা সবাই থাকব। দরকার হলে ছুটি বাতিল হবে। এখন আমরা অত্যন্ত খুশি যে তারা আসছে। সিরিজ খেলতে রাজি হওয়ার পরও নতুন নাটক শুরু করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরের পরই ভারতে ওয়ানডে সফরে যাওয়ার কথা তাদের। যে কারণে টেস্টের পরিবর্তে ওয়ানডে সিরিজ খেলার জন্য দর কষাকষি শুরু করে তারা। কিন্তু বিসিবির তৎপরতায় শেষ পর্যন্ত টেস্ট সিরিজই খেলতে সম্মত হয়েছে অজিরা। সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশে টেস্ট সফর করেছিল অস্ট্রেলিয়া। আর/১২:১৪/২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qfH4Qh
April 29, 2017 at 06:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top